হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী

মৌটুসি
মৌটুসি ও মৌটুসি তোর এমন ঠোঁটের যাদু,
ফুলের মাঝে তাই ডুবিয়ে খাস যে ফুলের মধু।
এ ফুল ও ফুল ঘুরিস ফিরিস শুধুই মধু খেতে!
আমি জানি ফুলেরা সব আনন্দেতে মাতে।
খুব খুশিতে তুইও ডাকিস টুই টুই টুই টুই!
জানলা দিয়ে সে ডাক শুনি যখন আমি শুই।
হিমেল হাওয়ায় পড়ছে ঝরে শুকনো কত পাতা
ছড়ায় ছড়ায় উঠছে ভরে আমার সাদা খাতা।
জানিনা তোর এ নাম খানি রেখেছে কোন কবি,
কথায় কথায় আঁকি আমি সেই পাখিটির ছবি।