T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শুভজিৎ বোস

পার্বণ

পার্বণে আর মন মানে না
পৌষালি হৃদয় বাংলার ঘরে ঘরে রেখে যায় শীতের ব্যর্থতা,
পার্বণের সৌন্দর্যে কোথাও মেতে ওঠে সমাজ,কোথাও বিবাদি হয়ে খুঁজে ফিরি তাকে।
এতগুলি বছর পার করে এখন মনে হয় তুমি হারিয়ে গিয়েছ কোথাও সামাজিকতার আক্ষেপ ভেতরে রেখে,
বহু যুগের ওপার হতে আসা সন্ধিক্ষণে আজ আমরা দাঁড়িয়ে এক বুক হতাশা নিয়ে।
এখন নেই সেই ব্যস্ততা ঘরের মাঝে,
নেই নিকোনো উঠোনে ভালোবাসার ঘ্রাণ,
গ্রামবাংলা আজ মানুষকে হাতছানি দিয়ে ডাকছে নগরায়নের দাপুটে চাহুনিতে।
মানুষ আজ ভুলে গেছে পার্বণের সাম্রাজ্যের উষ্ণ অভিনন্দন,
হারিয়ে গেছে বাংলার স্বাদে ভরা পঞ্চ-ব্যঞ্জন,যা আছে সবই আধুনিকতার মোড়কে উন্মোচিত।
আমাদের আজ ডাকে আধুনিকতা,ডাকে পৌষমেলার বুকে গজিয়ে ওঠা কিছু দোকানের কৃত্রিম বিকল্প,
গ্রামবাংলার হাতেও আজ ব্যক্তি স্বাতন্ত্রতার দীপ্ত মশাল,
কে কাকে জানাবে অভ্যর্থনা!সবই’তো নিজেদের নিয়ে ব্যস্ত,বোধটুকুও হারিয়ে ফেলেছে মানুষ।
যন্ত্র-মানবের কামড়ে মানুষ আজ হয়ে উঠেছে বিশ্বাসঘাতক,প্রয়োজন আছে বৈকি এসবের!কিন্তু এভাবে?
কিছু জড়ো বস্তু গোছাতে ব্যস্ত আজ শিশু-কিশোরের কচি দুটি হাত,
মাঠগুলিতে আজ শুধু খাঁ খাঁ রোদ্দুরের হাজিরা,কোথায় কা-বা-ডি?কোথায় চোর-পুলিশ?
আজ কে ছুঁটবে কাকে বাঁচাতে?নিজেরাই বাঁচবে কিভাবে দুর্বোধ্য হতে হতে তা কেউ জানে না!
বাংলার মাটি বাংলার জল আজ রঙিন স্বপ্ন কুড়োতে কুড়োতে মরে,
রেখে যায় স্মৃতি বাংলা পার্বণের নস্ট্যালজিক বুকে,
আমিও বেঁচে থাকার লড়াইয়ে আজ ক্লান্ত,জর্জরিত
আপনিও বোধ হয় তাই,
তবে আসে পৌষ,আসে মাঘ,আসে আষাঢ়,
দিনান্তে বাংলার চারিদিকে যেন পার্বণের হার,
অথচ এ বাংলার ঐতিহ্য,পার্বণ কিন্তু একান্তই আমার।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।