সম্পাদকীয় কলম

প্রাইভেট লিমিটেড কবিতা কোম্পানি
“আমার জীবনে লেটো পিরিয়ড আছে। নজরুলের মতো। পিরিয়ডটা হলো আমার ক্লাস সেভেন-এইট থেকে এমএ পাস পর্যন্ত। আমি বিরামহীন লেখালেখি করতাম আর ছবি আঁকতাম। কিন্তু আব্বা আমার লেখা প্রকাশিত হতে দিতেন না। ওই পিরিয়ডে আমি নিজেকে ক্রমাগত শিক্ষিত ও সংস্কৃত করার চেষ্টা করেছি। আমার কঠোর আব্বা, কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছেন; চাচাও মেধাবী ছাত্র ; আমাকে পড়ালেখায় বাধ্য করেছেন যেন আমি এমএ পাস করি। এ জন্য ১৯৬৫ সালকে আমি ধরি আমার আত্মপ্রকাশের বছর।” – এই কথাগুলো সাহিত্যজীবনের প্রস্তুতিপর্ব সম্পর্কে তিনি বলেছিলেন। আজ তাঁর জন্মদিন।
১৯৪৩ সালের ৩রা আগস্ট, আবদুল মান্নান সৈয়দ অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জালালপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সমালোচক, সম্পাদক, চিত্রকর ও অধ্যাপক। তিনি অধিকতর খ্যাতি অর্জন করেছেন সাহিত্য-সমালোচক হিসেবে। তিনি একজন ভালো চিত্রকর ছিলেন। ষাটের দশকে প্রচুর ছবি এঁকেছেন। সেই সময় “অশোক সৈয়দ” ছদ্মনামটি ব্যবহার করতেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার এবং একশ পদক ছাড়াও আরও অনেক পুরস্কার অর্জন করেন।
আজকের দিনে টেক-টাচ-টকের সম্পাদকীয় কলমে তাঁকে নিয়ে লিখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই বিশেষ দিনে এই সম্পাদকীয় কলমটি তাঁকে উৎসর্গ করলাম। তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি আমাদের সকলের প্রাণে আজীবন বেঁচে থাকবেন।
তাঁর রচিত ‘কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড ‘ নামক কবিতা থেকে কয়েকটা পংক্তি উল্লেখ করে আজকেই সম্পাদকীয় কলমটি শেষ করলাম।
“এখানে কবিতা বানানো হয়।
সব ধরনের কবিতা।
রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা।
নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা।
প্রেমের কবিতা, শরীরের কবিতা।
স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা।”
সবুজ বাসিন্দা