দিব্যি কাব্যিতে সুপ্রভাত মেট্যা

আলোছায়ার নাম

 

মুখ তোলো কবিতা ,স্নাত ধীর….

দ্যাখো ,পাতার ভিতরে লেখা আছে তোমার
আলোছায়ার নাম ।
হাজার রকমের শহর-আনন্দ ,ওই দ্যাখো-
গ্রামে এসে তারা এক হয়ে যায় ।
আর ধুলো সমেত ,
বালক দু’হাতের হাওয়ার উল্লাস
পথের দুইদিকে এসে ফোটে,
দেখেছ কি ? দেখনি কখনও না ?

আজ শ্রাবণ দিবস ।
কথাগুলো তার বার্তাহীন
মেঘের ছায়ায় লেগে ফিরে যাচ্ছে।
কে ও ? ও কে ? আমি তাকে কখনও গ্রামীণ ভাবিনি ।
ভালোবাসা সেতো শ্রদ্ধার ,ভক্তির….স্বেচ্ছার একটি স্বচ্ছ আলিঙ্গন !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।