সাপ্তাহিক ধারাবাহিকে উজ্জ্বল কুমার মল্লিক (পর্ব – ১২)

সাদা মিহি বালি

পরের দিন সকাল ন’টায় রিক্সা
হাজির। রঞ্জনবাবুও তৈরি ছিলেন। দরজা-জানালা, সব বন্ধ করে, সদরে তালা ঝুলিয়ে, প্রতিবেশীকে
সব বলে, তিনি রিক্সায় চাপলেন।

পশুপতিবাবুও রঞ্জনের আসার
অপেক্ষায় অফিস- ঘরের বাইরে রাস্তার দিকের রোয়াকে বসেছিলেন। রিক্সা আসা মাত্রই
পশুপতিবাবু বলে উঠলেন, “আয়, আয় রঞ্জন, কতদিন পরে তোর সংগে দেখা হোল;চল, অফিস-ঘরে, রাঘব, তোর জন্য অপেক্ষা করছে। “

ঘরে ঢোকা মাত্রই রাঘবেন্দ্রবাবু
বলে উঠলেন, “আসুন, দাদা, ঐ চেয়ারটায় বসুন;চা- টা খান, পুরোনো বন্ধুর সাথে গল্প করুন;
ঐখানে, তিনটে খবরের কাগজ আছে। অফিসের সব ষ্টাফেদের সঙ্গে, তাঁর পরিচয় করিয়ে দিয়ে বড় বাবুকে
বললেন, ‘দাদাকে কাজটা একটু বুঝিয়ে দেবেন’। “

“দাদা, আমাকে একটু উঠতে হচ্ছে; মন্ত্রি-মহোদয়, কোলকাতা থেকে কাল বাড়িতে এসেছেন; ডেকে পাঠিয়েছেন;নিজের শহরের মিউনিসিপ্যালিটির পানীয়-জল প্রকল্প উদ্-বোধন করবেন। আমাকে ওনার সঙ্গে থাকতে বলেছেন, ” বলে রাঘবেন্দ্র বাবু বাড়ির অন্দর-মহলের দিকে পা বাড়ালেন।

এই জল- সরবরাহ ব্যবস্থা বৃটিশ আমল থেকে চলে আসছে। গঙ্গা থেকে পাইপ- মাধ্যমে জল তুলে,
বিশাল ঘেরা মাঠের মধ্যে বিভিন্ন জলাধার করে, ঐ জলকে গঙ্গার সাদা বালির মধ্যে দিয়ে পরিশ্রুত অবস্থায় নানা রকম জীবানু নাশক
অষুধ সহযোগে পান- যোগ্য করা হয়। তারপর, ঐ জল, বিদ্যুৎ- চালিত মটর যোগে সুউচ্চ ট্যাঙ্কে তোলা হয়। সেখান থেকে পাইপ সহযোগে সহরে জল সরবরাহ চলে আসছে। ঐ ঘেরা অঞ্চলকে, জল-কল-মাঠ বলে অভিহিত করা হয়।

এখন আবার ঐ ব্যবস্থাকে, একটু অদল-বদল করে, সাজিয়ে, গুছিয়ে, নতুন প্রকল্প বলে প্রচার করা আর কী! স্বাধীন দেশের মন্ত্রী দের প্রধানত তো এই-ই কাজ!

পশুপতি( ্বু্ব্বু্্বু্ব্বু্বু্ব্বু্্বু্ব্বু) বাবু ও রঞ্জনবাবু, নিজেদের স্মৃতি-চারনায় ব্যস্ত। বড়বাবু বললেন, “দাদা, এই চিঠির ইংরেজিটা একটু দেখে নিয়ে টাইপ করবেন; কাল, রাঘববাবু, এটা নিয়ে জেলা- শাসকের সঙ্গে দেখা করবেন। “

( ্য্্য্য্্য) “হ্যাঁ, রাখুন এখন এসব; আমরা, চা- টা একসঙ্গে খাবো, ” বলে পশুপতিবাবুও, রঞ্জনবাবুকে নিয়ে খাবার ঘরের দিকে পা বাড়ালেন।

“চল, খেতে খেতে কথা হবে, ” বলে পশুপতিবাবু, ঠাকুরকে, টেবিলে ওনাদের জল- খাবার দিতে বললেন।

চলবে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।