T3 || ঘুড়ি || সংখ্যায় সৌম্যজিৎ আচার্য

ঘুড়ি
এ শহরে সুতোর পর সুতো খুলে
উড়ে যাচ্ছে লাটাই
দাঁড়িয়ে আছে ঘুড়ি
এ শহরে লম্বা আর বেঁটে,
রোগা আর মোটা
উড়ে যাচ্ছে লোক
দাঁড়িয়ে আছে ঘুড়ি
সমকামীর সঙ্গে সমমানী
মেঠোপথের সঙ্গে হাইরোড
নদীর সঙ্গে নাকছাবি
ঘরের সঙ্গে ঘোড়ারোগ
উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে সব
শুধু দাঁড়িয়ে আছে ঘুড়ি…