প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

জীবনের সাতকাহন – ২২

যার সাথে হয়নি বোঝাপড়া
সে আমারে দেয়নি অধিকার সীমানা বেরুবার
দরোজায় দাঁড়িয়ে অনন্তকাল করেছি অপেক্ষা
অনবরত মাথা খুঁটেছি তার অনুমতির অপেক্ষায়
এতটুকু সহানুভূতি পাইনি
গলেনি পাষাণ মন
ট্যাংস্টেনের মতো শক্তই থেকেছে চিরকাল
অনন্ত অপেক্ষার চাদরে ঢেকে করেছি প্রতীক্ষা
কুয়াশায় ঢেকেছে অন্তর
পাইনি আলোর রেখা পথ চলবার
তথাপি শূন্যতার সরোবরে ডুবে
হাবুডুবু খেতে খেতে ক্ষয়িষ্ণু পাথরের মতো
করেছি পার জীবনের আয়ুস্কাল
অথচ আশা ছিল
কঠিন হৃদয় বরফের মতো গলবে একদিন
ভোরের আলোয় উজ্জিবীত হবে জীবনের উঠোন
ফুলের সুগন্ধে মৌ মৌ করবে পুরো চত্ত্বর
এ সবের কিছুই হয়নি
হয়নি পাশা খেলা শ্যামের সনে
আমি নির্বোধ এখনো দাঁড়িয়ে আছি
শ্যামের দরোজার চৌকাঠ ধরে
অনাহূত একজন হয়ে।

Spread the love

You may also like...

error: Content is protected !!