ইচ্ছে করছে
তোমার মুখে কুয়াশা মুখোশ
মেঘের পথের ফাঁকে ঠোঁট
ইচ্ছে করছে
তোমার রাত বাঁধতে বাঁধতে
জেগে ওঠে মেঘলা ভোর
ওই আলপথে চলো
ওই শিশিরকে আজ ভিজিয়ে দিই চলো
খড়ের ছাউনি নিচে জেগে থাকা ওই প্রথম আলোর ছবি
ঘাসফুল , ধানের তুষে লেখা কাগজ পেতে লিখি
৪২.
কুয়াশা ভেঙে সন্ধ্যা ঢেলে-
তোমার না বলা কথার সঙ্গে কাটে
ফেলে যাওয়া সুগন্ধ তুলে রাখি খাতার উপর
যদি মেঘ দেখতে ইচ্ছা হয়
তোমার বিরাট খোঁপা খুলে দিই
ঠোঁটের উপর আঙুল,
শিশিরের কোনও শব্দ হতে নেই
তার চেয়ে থাকাই রুপোর মাঠের আলো
ঘনিষ্ঠ তাপ ওঠে টেবিলের আলো আঁধারি জুড়ে