সম্পাদকীয়
by
TechTouch Talk
·
Published
· Updated
প্রজন্ম
সংক্রান্তি হিমের শেষে
পার্বণের স্নেহে
বাঙালিয়ানারও বাইরে বৃহৎ বৃত্তেতে
মানুষের চেতনায় সাহসে সম্মানে
শতক পেরিয়ে জাগে বিবেক সুভাষ
তরুণ স্বপ্নের মনে
মেরুদণ্ড হয়ে
আজও এই পৃথিবীতে আলো জ্বলে
সুচেতনা জ্বলে
বিদ্রোহের স্বপ্ন দেখা প্রতিবাদী সুর
আজও গানে বলে ওঠে
নেতাজী স্বামিজী
দেশের গণ্ডীতে কিংবা পৃথিবীর বুকে
আপোষ বিহীন মন কুর্ণিশ পাঠায়
বাংলা মায়ের কোল আদর পাঠায় চিরকাল
আলোর মশাল জ্বলে আদর্শের শিখা
বুকে নিয়ে
স্বাধীন চিন্তার স্বপ্নে স্বাধীন মানবতাকে খুঁজে
তেরঙা পতাকায় দেখো স্যালিউট ঠোকে মহাকাল।
সোনালি