সম্পাদকীয়

তোমার সংগে বসে কথা বলব
এই ভেবে বসে থাকা কত ইচ্ছের দিন
ভাঁজ করে ফের আলমারিতে তুলে রাখলাম।
জল খাবার, আইসক্রিম গলে গলে জল হয়ে গেল
তুমি ব্যস্ত মানুষ।
বলা যায়। জানো।
ঢের কথা বলা যায়।
শুকনো লংকার ঝাঁজ, পাঁচ ফোড়নের মিশেল
সরষের ধার
অসুখবিসুখ চোট সাধের কুসুম
অভাবের বড় ফর্দ
বলতেই পারি।
ইচ্ছে করে না।
বলতে বসলে
কথাবীজ মাটি পায়
কালি ও কলম নিয়ে সাদা পাতা
আঃ কি আরাম।
রোদ এসে হাত ধরে
বলে চল পাতা হয়ে ফুটি
কুশি কুশি কচি পাতা
সবুজ আঁকড়িরা
অপরাজিতার পাতা বেড়া বেয়ে আকাশের গায়
নীলমণি ফুল হয় যত শোকগাথা
সব ‘নেই’ তুলে রাখি ঝেড়েঝুড়ে আলমারির ফাঁকে
অক্ষর আলপনা হোক
ধান শীষ চালতা লতারা
পাতার উঠোন ঝুড়ে পদ্মছত্রে বাস্তু ঘট পাতি
এস আলো হাত পেতে আছি
প্রশান্ত চরণপদ্মে
ইতি
সোনালি
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।