বর্ষায় প্রেম সংখ্যার সম্পাদকীয়

আজকের দিনে ভার্চুয়াল হোক বা হাতে কলমে, প্রেম নাকি ফুরফুরে। এই আছে এই নেই।
অথচ বৃষ্টি বললেই মল্লার। ঝিরিঝিরি। ভালবাসার প্লাবন।
এখন ত প্রেম বললেই খোলা হাওয়া, বন্ধনহীন, নিঃসংকোচ । কিন্তু এমন দিনে এক জোড়া শিল্পী মানুষের গভীর প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে, যাঁরা বিয়ের মত সাংঘাতিক কান্ড করেছিলেন এক ১৪ই জুলাই একে অপরকে চোখের দেখাও না দেখে।
৭০ বছর ছুঁয়েও দু জনের এই দিনে দু জনকে কবিতা গান জুঁইফুল উপহার দেয়া মনে পড়ে যায়। তাই আজও বর্ষা আর প্রেমের ওপর আস্থা রাখতে পারি। কেবলই কানে বাজে একাত্তর পেরোনো মা বলছেন, দেখো ঠিক অপেক্ষা করে আছে আমার জন্যে। দেখা হলেই ফুলশয্যার রাতের মত সেই অপূর্ব গলায় শোনাবে, মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে…..

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।