উল্কাপাত আর ইচ্ছে-পূরণ সমান্তরাল,
এমন কোনও ঠিক পৃথিবীর পথের মাঝে,
হয়তো এমন নিকষ কোনও রাত ফুরোলে,
কিংবা কোনো খুব পুরোনো চিঠির ভাঁজে—
আবার শুরুর সম্ভাবনা খানিক ফিকে,
পাতাঝরার ঘ্রাণ লেগে থাক দুপুরগুলোয়,
অনেক সময় পেরিয়ে গেছে, কী আসে যায়?
কে কতবার, ফুরিয়ে আবার, ও’হাত ছুঁলো…