কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

চব্বিশটি পঞ্চবাণ কবিতা
১| কোথায় খুঁজি?
মান হুঁশের মাঝেই মানুষ খুঁজি
বিবেক বুদ্ধির মাঝেই তাদের খুঁজি
জ্ঞানের মাঝেই জ্ঞানীকে খুঁজে যাই
চেতনার মাঝেই চৈতন্যকে খুঁজে বেড়াই
বলতে পারো কোথায় খুঁজি নিজেকে?
২| আয়না, কথা ও আমরা
কথার মাঝে কথা হও তুমি তোমার মাঝে তুমি হও তুমি আমার মাঝে আমি হই আমি
কারণের মাঝে কারণ হয় সবই
আয়নায় কি সবাই আয়না হয়?
৩| বাঁধতে চাওয়া
মনের সাথে মন বাঁধতে চাই
পথের সাথে পথ বাঁধতে চাই
দিনের সাথে দিন বাঁধতে চাই
রাতের সাথে রাত বাঁধতে চাই
সহজে সুর বাঁধা যায়, শিউলি?
৪| কথা
কথা বলতে পারি তোমার কাছে
কথা বলতে পারি নিজের কাছে
কথা শুনতে পারি তোমার জন্য
কথা শুনতে হয় নিজের জন্য
না বলা কথা খুঁজি রোজই।
৫| বাকি
কিছু কথা থেকে যায় আজও
কিছু বলা বাকি থাকে আজও
কিছু শোনা শোনাই থাকে আজও
কিছু চলা চলাই থাকে আজও
সব ফেরা বাকি থেকেই যায়।
৬| বিজ্ঞাপন
বিজ্ঞাপনের ছোঁয়ায় ভুলে গেছি তোমায়
বিজ্ঞাপনের ছোঁয়ায় ভুলে গেছি আমায়
বিজ্ঞাপনের ছোঁয়ায় ভুলেছি মুখ দেখতে
বিজ্ঞাপনের ছোঁয়ায় ভুলেছি শুনতে কথা
বিজ্ঞাপনের ছোঁয়ায় ভুলেছি মুখ লুকোতে।
৭| সবাই কি রাখে?
সবাই কি রেখে যায় অতীতকে?
সবাই কি রেখে যায় বর্তমানকে?
সবাই কি রেখে যায় ভবিষ্যৎকে?
সবাই কি রেখে যায় নিজেকে?
সবাই কি রেখে যায় সবাইকে?
৮| ইচ্ছে করে
ইচ্ছে করে চুপ করে থাকতে
ইচ্ছে করে দুঃখ ভুলে যেতে
ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে যেতে
ইচ্ছে করে তোমার কথা ভাবতে
ইচ্ছে করে হাজার বছর বাঁচতে।
৯| চুপ থাকি
চুপ থাকি কথা শোনার জন্য
চুপ থাকি কথা প্রকাশের জন্য
চুপ থাকি প্রশ্নের উত্তরের জন্য
চুপ থাকি একটা হাতের জন্য
চুপ থেকেছি তোমার ভরসার জন্য।
১০| ভালো থাকা
বলার থেকে চুপ থাকাই ভালো
শোনার থেকেও কালা থাকাই ভালো
লেখার থেকেও না লেখাই ভালো
মানার থেকে না মানাই ভালো
শূন্যতায় কি কুয়াশা ঢাকা ভালো?
১১| টান
চুম্বকের টানে আটকে যাই রোজ
বিশ্বাসের টানে বিশ্বাস করি খোঁজ
অবিশ্বাসের টানে মনকে ভাঙি রোজ
জীবনের টানে জীবন আসুক ফিরে
নৌকা কি ফেরে নৌকার টানে?
১২| তোমার জন্য
তোমার জন্য মেঘ হতে রাজি
যদি আকাশ হতে পারো তুমি
তোমার জন্য বৃষ্টি হতে রাজি
যদি তুমি মাটি হতে পারো
ভালোবেসে তোমার মাঝে হব বিলীন।
১৩| মেঘ, বৃষ্টি ও সবুজ
তোমার জন্য সবুজ হতে রাজি
যদি তুমি গাছ হতে পারো
তোমার জন্য বৃষ্টি হতে পারি
যদি তুমি মেঘ হতে পারো
একসাথে ঝরবো তোমার আমার পৃথিবীতে।
১৪| চুপ থাকো
চুপ থাকো কথা শোনার জন্য
চুপ থাকো কথা বলার জন্য
চুপ থাকো কথা লেখার জন্য
চুপ থাকো শুধু দেখার জন্য
চুপ থাকো চুপ থাকার জন্য।
১৫| শূন্য মানে
শূন্য মানে শূন্যে ফিরে যাওয়া
শূন্য মানে শূন্যে ফিরে আসা
শূন্য মানে শূন্য থেকেই শুরু
শূন্য মানে একের পিঠে অনেক
শূন্যের কাছে খুঁজেছি তার মানে।
১৬| বদল
রোজই বদল ঘটে যায় সময়ের
রোজই বদল ঘটে যায় শরীরের
রোজই বদল ঘটে যায় দেখার
রোজই বদল ঘটে যায় শোনার
নিজের বদলের অপেক্ষায় থাকি, শিউলি।
১৭| জীবন খুঁজি
জীবন খুঁজে যাই জীবনের কাছে
জীবন খুঁজে যাই মরণের কাছে
জীবন খুঁজে যাই বাঁধনের কাছে
জীবন খুঁজে যাই মুক্তির কাছে
জীবন খুঁজে যাই সবুজের কোলে।
১৮| দাবী
দাবী রাখিনি শুধু তোমার হবার
দাবী রাখিনি শুধু আমার হবার
দাবী রাখিনি কবিতার কবি হবার
দাবী রাখিনি প্রেমিকের প্রেমিক হবার
দাবী রেখেছি শুধু মানুষ হবার।
১৯| হতেই থাকে রোজ
ভূমিকা ভূমিকা হতে থাকে রোজ
উপসংহার উপসংহার হতে থাকে রোজ
সরবতা সরব হতে থাকে রোজ
নীরবতা নীরব হয়ে যায় রোজ
সম্পূর্ণতা কি হতেই থাকে রোজ?
২০| ঘুমিয়ে থাকে
নিজের আড়ালে ঘুমিয়ে থাকি আমি
আমার আড়ালে ঘুমিয়ে থাকে মুখ
মুখের আড়ালে ঘুমিয়ে থাকে মুখোশ
মুখোশের আড়ালে ঘুমিয়ে থাকে সময়
সময়ের আড়ালে ঘুমিয়ে থাকে শিক্ষা।
২১| খোঁজা
শব শব হয়ে যায় রোজ
সব সব হয়ে যায় রোজ
হয়ে যাবার মাঝে খুঁজি নিজেকে
হবার মাঝে খুঁজি নিজের ছায়াকে
ছায়ার মাঝে খুঁজি জীবন মৃত্যুকে।
২২| ঠিকানা খুঁজি
ঠিকানা খুঁজে যাই নিজের কাছে
ঠিকানা খুঁজে যাই তোমার কাছে
ঠিকানা খুঁজে যাই সময়ের কাছে
ঠিকানা খুঁজে যাই কবিতার কাছে
ঠিকানা খুঁজে যাই সবার মাঝে।
২৩| কবিতার কাছে
কবিতার কাছে কবিতার রং খুঁজি
কবিতার কাছে কবিতার জাত খুঁজি
কবিতার কাছে কবিতার চেহারা খুঁজি
কবিতার কাছে কবিতার ভাষা খুঁজি
কবিতার কাছে আপন তুমিকে খুঁজি।
২৪| বন্ধু খুঁজি
বন্ধু খুঁজে যাই বন্ধুর মাঝে
বন্ধু খুঁজে যাই বন্ধুর পথে
বন্ধু খুঁজে যাই নিজের কাছে
বন্ধু খুঁজে যাই তোমার কাছে
বন্ধু খুঁজে পাই পথের কাছে।