সম্পাদকীয়
“বাতাসে টাকা উড়ছে
তুমি ভাবলে প্রজাপতি
এবং লিখে ফেললে
একটা হালকা , রঙিন কবিতা।”
ডানাওয়ালা কবিতা। কবি নবারুণ ভট্টাচার্য। গত ২৩ শে জুন ছিল তার জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই লেখা। আমার পছন্দের কবিদের মধ্যে তিনি একজন। স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। চাকরিজীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশী সংস্থায় যোগদেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণুদের সাহিত্য পত্র সম্পাদনা করেন। এবং ২০০৩ থেকে “ভাষা বন্ধন” নামের একটি পত্রিকা পরিচালনা করেন। এক সময় দীর্ঘদিন তিনি নবান্ন নাট্যগোষ্ঠীর পরিচালনা করেছেন। তিনি সাহিত্য একাডেমী পুরস্কার ১৯৯৭। ও বঙ্কিম পুরস্কার ১৯৯৬ এ গ্রহণ করেছিলেন। হারবার্ট কাঙ্গার মালসাট ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র। তার লেখা কাব্যগ্রন্থগুলি বাঙালির চেতনায় উজ্জ্বল। শেষ করব ওপরের কবিতার। আরো দুটি লাইন দিয়ে।
“এভাবেই
তুমি বুলেটকে ভেবেছো লিপস্টিক/বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ – – – -“
রীতা পাল