T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় রিতা মিত্র

জল ছবি

জলজ শোক উৎযাপন শেষে ফিরে গেছে নৌকা ঘাট থেকে
সম্পর্কের উঠোনে এখন ভাগাভাগির খেলা
বোবা দাড়িপাল্লা নয়ন ভরে দেখছে তামাশা
হায় মন, এতদিন মজে ছিল অন্ধ মায়ায়
অস্থি পুড়িয়ে টিকিয়ে রেখেছিলে যেসব
আত্মার বাধন
আজ তার ছাই উড়ছে বাতাসে
অবাক হলে বুঝি? ভাবছ এসব মিথ্যে!
কাঁচা রঙ এর কাঁচা সুতোর বাধন ছিল যা, সব ছড়িয়ে পড়েছে উলঙ্গ হয়ে
শুধু এতকাল জলের উপর ছবি এঁকে গেছি সুখি সংসারের।

Spread the love

You may also like...

error: Content is protected !!