কবিতায় পদ্মা-যমুনা তে রেজাউল করিম রোমেল

যুদ্ধের দামামা

যুদ্ধের দামামা বাজছে,
কত শত মরছে মানুষ!
ট্যাঙ্ক কামানের গোলার আঘাতে ধ্বংস হচ্ছে বাড়ি ঘর।
বাস্তুহারা হয়ে পড়ছে মানুষ।
কত কত মানুষ আহত হচ্ছে।
কত মানুষ বিকলাঙ্গ হয়ে পড়ছে চিরতরে।
যে শিশুটি যুদ্ধে তার বাবাকে হারাল,
কি অপরাধ ছিল তার?
বাবা হারাল সন্তানকে, সন্তান হারাল বাবা,
স্বামী হারাল স্ত্রী, স্ত্রী হারাল স্বামী।
নিরাপদ মানুষ হারাল প্রিয়জন, আত্মীয়-স্বজন।
শোন মহারাজ,
– বন্ধ করো তোমার অস্ত্রের ঝনঝনানি ক্ষমতার বাড়াবাড়ি।
বন্ধ করো তোমার যুদ্ধের নামে
নিরপরাধ মানুষ হত্যা, রক্তের হোলিখেলা।
যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, পৃথিবী, মহাবিশ্ব।
প্রাণ হারায় নিরপরাধ সাধারণ মানুষ,
ধ্বংস হয় মানুষের কষ্টে অর্জিত জানমাল,
বাড়ি ঘর সম্পদ; তা এখনি বন্ধ করো।
আর কত দিন চলবে তোমাদের এই যুদ্ধ যুদ্ধ
খেলার নামে মানুষ হত্যা আর ধ্বংসযজ্ঞ।

Spread the love

You may also like...

error: Content is protected !!