কর্ণফুলির গল্প বলায় প্রকাশ চন্দ্র রায়

সুখের সদনে সে

যে হাতে করেছি তার মাধুরী মন্থন,
প্রেমাঙ্গ দর্শন করেছি যে চোখে,
এ মনের সমস্ত রং ঢেলেছি যে মনে;
প্রাণের পাটাতনে যার সঁপেছি প্রাণ।

যতই পরাঙ্গপুষ্ট করুক সে দেহ মনে প্রাণে,
নতুন গানে-নতুন সুরে নাচুক অন্য ঘরে,
বিরূপ ব্যবহারে ছিঁড়ুক বিগত বাধঁন,
অকারনে ছাড়ুক অনুরক্ত হাত;
তবুও কী এ হাতে-এ চোখে কায়মনোবাক্যে,
আমি তার অমঙ্গল সাধন করতে পারি!
শত সাধনেও কী মুছতে পারি স্মৃতির সূচারু দাগ।

অকাল আঁধারে হারায় হারাক জীবনের দিশা
অদম্য তৃষা অপূর্ণই থাক,
বসন্তের মাঝেই নামুক অঝোর শ্রাবণ;
অপ্রিয় সত্যের অশ্লীল দহনে পুড়ে হব ছাই,
তবু চাই সুখের সদনে সে করুক বসবাস।

Spread the love

You may also like...

error: Content is protected !!