কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

বই মেলা দর্শন

জায়গাটা ছোট স্টল গাদাগাদি৷
বই কিনুন বলে করছে সাধাসাদি৷
অদ্ভুত সাজে দাঁড়িয়ে আছে ললনা৷
লেখকরা কই, তোমরা একটু বলনা?
ওরাইতো লেখক, দিচ্ছে অটোগ্রাফ৷
দাঁড়িয়ে কেন তবে? তোলনা ফটোগ্রাফ৷
দেখিলাম শেষে সেই প্রাণের বই মেলা!
বইয়ে বউয়ে জমছে কী আজব খেলা৷
ফিরতে হয় বলে যখন ফিরলাম বাসায়
অগ্মমূর্তি রুপে বউ কেন যেন শাঁসায়৷
মোবাইল হাতে বলে এসব কার ছবি
ভীত স্বরে বলি এরাইতো লেখক ও কবি!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।