কর্ণফুলির গল্প বলায় রবীন জাকারিয়া

গল্প – ১৭

প্রেমটা পরিণয়ে পৌঁছানোর আগে প্রেমিকা উধাও৷ একদিন জয়িতাকে বিত্তবান প্রতিবন্ধীর সাথে “লাল-কারে” দেখে জয় ভাবলো ভালবাসার চেয়ে SSNP বেশী জরুরী ৷
* SSNP- সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি

গল্প – ১৮

কলেজ ক্যাম্পাসের নগ্নদেবী প্রগতিশীলতার আহ্বান করে ৷ তাই ভালবাসাকে করেছি বাণিজ্যিকীকরণ ৷ নিজেদেরকে কারো “হৃদয়রাজ”র স্থলে “ধর্ষকবাজ” আর “হৃদয়রাণি”র স্থলে “মক্ষিরাণি” বানিয়েছি ৷

গল্প – ১৯

“পাত্র-পাত্রী’র” এটা যথাক্রমে চার ও সাত নম্বর বিয়ে৷ স্ত্রী হিসেবে জয়কে উচ্চাকাঙ্খী হতে বলে সর্বদা৷ কেননা জয়িতাকে যেতে হবে বহুদূর৷

গল্প – ২০

প্রচন্ড ভালবাসতে পার তুমি৷ তাইতো বধু হলে অন্যের৷ ফিরলেই শেষে কোলে সন্তানসহ৷ কতদিন ছিলে “ও ঘরে”? প্রেমটুকু ফেলে বাকীটুকু থাক “প্রজনন স্বাস্থের”৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।