কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী

কথার ওপারে

কেন বারবার ফিরে আসে সেইসব দিন?
যখন তখন অজস্র কথার জাল বিরামবিহীন
স্বপ্নসাগরে ডুবে মুক্তা সিঞ্চন।

কতশত পাহাড় সাগর
কথায় পেরিয়ে যাওয়া আনন্দ অপার।
শুধু একবার চাই তোমার দর্শন।

একবার ছুঁতে চাওয়ার আকূল ক্রন্দন!
দ্বিধাভক্ত ধরণীর হৃদয়ের রক্তক্ষরণ।
রমণীর অবশিষ্ট শুধু রমণে আত্মসমর্পণ।

তারপর সব কথা শেষ।
অচ্ছুত অচেনা কোনো স্তব্ধ পরিবেশ।
কায়াহীন ছায়াটুকু থাকে নিয়ে অবসাদ রেশ।

নিভু নিভু আলো মাখা স্তব্ধ দুচোখে
স্বপ্নের পোড়া ছাই শীতের চাদর ঢাকে।
তোলপাড় করে যত নাপাওয়ার ব্যথা বুকে ।

শেষ হয় কথা। শুধু লৌকিকতা
প্রয়োজন ডেকে আনে প্রিয় বার্তা।
অস্থিসার সম্পর্কের ভাঙাহাসি কথা।

ভালোবাসা ছেঁড়া ছবি কথার কথায়।
কখনও বা জাগে কৃষ্ণবিবরের গায়ে।
পারাপারহীন কত স্মৃতির ধূলায়।

শেষের শেষেতে তবে দায় ছিল কার?
অবহেলা উপেক্ষার রজনীমালার
নাকি শিকারীর ছলনার নবমুখোশের?

তবু হৃদয়ের কথা কেন ধরে নব বেশ?
কথার ওপারে কথা বুনে চলে সোহাগের শেষ।
কথা হয় শেষ তবু শিরায় শিরায় রয়ে যায় রেশ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।