কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী
by
·
Published
· Updated
চৈত্রের বেলা
এল চৈত্র দিনের বেলা।
শীতলতা ভুলে তপ্ত মেদিনী।
রক্তিম রাগে সেজেছে ধরনী।
এল বছর শেষেরবেলা।
হাসনুহানার রেণুমাখা ডানা
প্রজাপতি ওড়ে ফুলে।
পলাশে শিমুলে রাঙানো আকাশ
কিংশুক কথাবলে।
নবকিশলয় বিকশিত হল
গাছেরা সবুজে ঢাকা।
হঠাৎ আসে কালবৈশাখী
যেন পটে ছবিআঁকা।
কোকিলের কুহু আবেশ ছড়ায়
অলস দুপুরবেলা।
বসন্তবৌ’ ডেকে বলেযায়
শুরুহোক হোরিখেলা।
দোলেররঙে হোকনা রঙিন
আলগা যত বাঁধন।
বুড়িরঘরের সাথে পুড়েযাক
স্বার্থ হিংসা মান।
বাসন্তীপূজা ঢাকেপরে কাঠি
ঢ্যামকুড়কুড় তাক।
বিদায়ীবছর বলেযায় নব
বর্ষ ভালো যাক।