কবিতায় অভিজিৎ দাসকর্মকার 

নিয়ে চলো স্রোত

খাজুরাহোর গলনাঙ্কে কবিতা লিখবো…

নিয়ে চলো স্রোত
নদীর সম্মোহনে এখনো খাম্বাজের মুদ্রা-

অস্থির চিত্রকল্পটি
আবশ্যিক অথবা অনিবার্যতায় প্রত্নসাক্ষর
খুঁজে চলেছে

অতীতের সময়সীমাও নির্ধারিত আজ।

হে চন্দ্রবিন্দুর আলো
তুমি টেরও পাওনি প্লাস্টিক চেয়ারে বসে আমি-
সেই নদীটির কাহ্নপাদী,গতি সর্বশরীরের ফসল তুলছে শব্দবন্ধের বাকশৈলীতে—

আমি জবাকুসুমসঙ্কাশং হাতে অতিবেগুনী হয়ে চলেছি…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।