T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন রতন বসাক

মজার খেলা
বসন্তকাল এলে পরেই
হোলি খেলা আসে,
দ্বন্দ ভুলে খেলব বলে
আনন্দে মন ভাসে।
চুপটি করে দু’হাত ভরে
রঙিন আবির নিয়ে,
রঙ মাখাব সবার মুখে
পিছন থেকে গিয়ে।
বড়দেরকে পা’য়ে দিয়ে
প্রণাম সেরে নেবো,
ছোটদেরকে মজা করে
ভূত বানিয়ে দেবো।
খেলা শেষে পুকুর জলে
স্নানটা নেবো করে,
বাড়ি ফিরেই মিষ্টিগুলো
খাবো হাতটা ভরে।