T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অলক্তিকা চক্রবর্তী
ক্রমশ…
মা প্রতিদিন আলো কেটে কুটে সংসার বানায়
পুরান থেকে ঝরতে থাকা মায়ায় মায়ের চোখ মুখ উজ্জ্বল
বাবার বেলায় বাজার থেকে আনা চুনোমাছ, শাক পাতা আর অপগন্ডদের জন্য খানিক মায়া মমতার ভালো-মন্দ
ভাইয়ের নিত্য দিনের বায়না গুলো খেলনা বেলা ছাপিয়ে সাইকেলের চাকায়/
আষ্টেপৃষ্ঠে ধরা পড়ে টানাটানির রসকষ
ক্রমশ হেলে আসা বেলায় মা চোরকাঁটা কুড়োয়/
শাক-ভাত সাজিয়ে সন্তোষজনক মনকে তৈরি করেন সততা আর ভালবাসার মিশেলে
কেমন সদ্য ডিম ফুটে বেরোনো ছানাদের গায়ে বাৎসল্যের গন্ধ বিলোন
দিন ফুরোলে বাবা যেন কোন এক ইন্দ্রজালিক
যাদু লন্ঠন হাতে একে একে তুলে আনেন অনেকটা স্বস্তি আর স্বাচ্ছন্দের আকাশ
অনটনের নৌকোয় ক্রমেই ভরে ওঠে সোনার ধানে।