কবিতা সিরিজে রতন বসাক

১| মা বলো

কাক বসেছে ছাদের উপর
দেখে আমি সেটা,
দৌড়ে গিয়ে মায়ের কাছে
জেনে নেবো যেটা।
মাগো তুমি বলো আমায়
রঙটা কেনো কালো,
বলতে পারো সত্যি করে
মনটা ওদের ভালো?
ওরা নাকি বাসা বানায়
অনেক কষ্ট করে,
ঝড় বৃষ্টিতে পাশে থেকে
বাচ্চা রাখে ধরে।
শুনেছি ওই কোকিল নাকি
ডিমটা পাড়ে গিয়ে,
না বুঝে তাই পাশেই থাকে
বুকের মধ্যে নিয়ে।
বাচ্চা যখন ফুটে বেরোয়
ডাকটা তখন বুঝে,
কাকটা উড়ে কোথা থেকে
মাকে আনে খুঁজে?

২| বিধির খেলা

এসে গেছো ভবের মাঝে
সময় কাটে সকাল সাঁঝে
সবই বিধির খেলা,
ভালো মন্দে জীবন চলে
ধর্ম মানতে ধার্মিক বলে
কমে আসে বেলা।
চলার পথে বাধা পেলে
সরিয়ে দাও দূরে ঠেলে
ভয় পেও না কভু,
ভালো কর্ম করে গেলে
সবার দোয়া সদা মেলে
দেখেন সবই প্রভু।
স্বার্থ দেখে অন্যায় করো
লোভে পড়ে পাপে ভরো
প্রভুর কথা ভুলে,
ঠিক সময়ে আসেন তিনি
সবার বিচার করেন যিনি
দণ্ডে চড়াণ শূলে।
সাধন ভজন করতে হবে
সুখ শান্তিটা মিলবে তবে
সত্য পথে থেকে,
সঠিক গুরুর মতটা ধরে
মনটা দিয়েই সময় করে
যেতে হবে ডেকে।

৩| হতাশার কষ্ট

ভালোবাসি তাই মন……….থাকে সদা দুখে
কি জানি কি হয় চিন্তা……ফুটে ওঠে মুখে।
হতাশায় চোখ দুটো……….কিছু কথা বলে
মন্দ কথা ভেবে নিয়ে……..হৃদ শুধু জ্বলে।
দেখে তাঁরে ভালো লাগে….পথে দেখা হলে
ভাবি আমি মন নিয়ে…..যাবে নাতো চলে?
বলে ফেলি একদিন……কাছে ডেকে আমি
কত ভালোবাসি সেটা……জানে অন্তর্যামী।
কথা দেয় হাসি মুখে……….সব মেনে নিয়ে
খুশি হই মনে-মনে………বাড়ি ফিরে গিয়ে।
ভাবিনিতো এত শীঘ্র……..পেয়ে যাব তাঁরে
মন থেকে ভালোবাসি……আমি খুব যাঁরে!
কয়দিন হয়ে গেল…………..তাঁর দেখা নাই
সব থেকে বেশি যাঁরে……ভালোবেসে চাই।
হতাশাটা চেপে ধরে…………বুকে কমে বল
কষ্ট পেয়ে চোখ দিয়ে…….ঝরে পড়ে জল।
কি যে হবে ঘরে বসে……….ভাবি সারাদিন
বুকে ব্যথা বেড়ে গিয়ে…….করে চিন-চিন।
অবশেষে একদিন………….দেখা তাঁর পাই
খুশি হয়ে মন থেকে………..সব ভুলে যাই।

৪| বন্ধু এলে

বন্ধু তুমি আসবে কবে
আমার বাড়ি আবার,
খেতে দেবো থালা ভরে
দুই বেলাতে খাবার।
ভাপাপুলি পাটিসাপটা
মুগেরপুলি করে,
গরমাগরম দেবো আমি
খাবে মনটা ভরে।
সাদা পিঠা পায়েস দিয়ে
ভালো লাগে খেতে,
একটা সপ্তা হবার আগে
পারবে নাতো যেতে।
সকালবেলা খেজুরে রস
গ্লাসটা ভরে দেবো,
খাবার সময় দুই জনাতে
সেল্ফি তুলে নেবো।
বারান্দাতে মাদুর পেতে
আয়েস করে খাবো,
সন্ধ্যাবেলা পাশের গাঁয়ে
যাত্রা দেখতে যাবো।

৫| কথা দাও

শুনে হাসি লাগে বাঁশি….কাছে টেনে আনি
মন দেয় মন নেয়………ভালোবাসে জানি।
পাশে যাই তারে পাই……আরো বেশি করে
থাকি দূরে বাজে সুরে……..খুব মনে পড়ে।
চোখ বুজে যাই খুঁজে………..সেই মুখখানি
প্রেমে পড়ে মন সরে……….যায় শুধু মানি।
একা ঘরে মন করে…………ছুটে যাই সেথা
কথা বলি সাথে চলি…..প্রিয়া থাকে যেথা।
দেখে মুখ পাই সুখ…………বুক ভরে তাতে
কাছে নিয়ে প্রেম দিয়ে….ছুঁয়ে দেখি হাতে।
কথা হয় লাগে ভয়………….যদি যাই হেরে
বলে মুখে কোন দুখে…..যাব আমি ছেড়ে?
তুমি ভালো নহে কালো………মনে ভরা মধু
বলে হেসে কাছে এসে……….হতে চাই বধূ।
আমি শুনি দিন গুনি……কবে পাবো তারে
চাই ঘরে মন ভরে………ভালোবাসি যারে।
কথা দাও যেথা যাও……মনে রেখো মোরে
বেঁধে বুকে হাসি মুখে…. বাঁচি সেই জোরে।
ঘরে এলে কাছে পেলে…..পুরো হবে আশা
জেনে রেখো তুমি দেখো…হয়ে রবে খাসা!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।