• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় রতন বসাক

প্রতিবাদ

রোজকার মতো আজও তনিমা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল হাঁটতে হাঁটতে । আসলে স্কুলটা খুব একটা দূরে নয় ।
হঠাৎই লক্ষ্য করলো সে মেয়ে যেন কিছু বলতে চাইছে । ইতস্তত বোধ করছে বলেও বলতে পারছে না । তনিমা তখন জোর করে মেয়েকে জিজ্ঞেস করে কি হয়েছে রে ? মেয়ে তো কেঁদেই ফেলে । অনেক আদর আর বোঝানোর পর তনিমা জানতে পারে যে…..!
না আজই এর একটা বিহিত করতে হবে ।তাই তনিমা হেড মিস্ট্রেসের সঙ্গে দেখা করে ঘটনা বলে । সঙ্গে সঙ্গেই লোকটিকে স্কুলে পথ থেকে বহিস্কৃত করা হয় আর পুলিশে রিপোর্ট করা হয় ।
এরপর তনিমা মেয়েকে সব ভালো করে বুঝিয়ে আবার স্কুলে পাঠাতে উদ্যোগ নেয়….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।