সম্পাদিকা উবাচ

প্রতিটা সকাল যেন পুরো দিনটাকে আগলে রাখে৷ গেরুয়া নদীর গায়ে সকালের মিষ্টি আদর ঘুরপাক খেতে খেতে বারিদবরণ হয়ে ডানা মেলে উড়ে যায় আকাশের গায়ে৷

মৃত্যু শুধু ভয়, বিচ্ছেদ৷ জন্ম অভয়, আনন্দ৷ সে যত শক্তিশালী হোক না কেন জীবনের চেয়ে দামী নয়৷ আত্মম্ভরি সময়ের বাঁকে বাঁকে ইতিহাস বয়ে চলে বিরামহীন নিঃশ্বাসে৷ তবু তো ইতিহাস বিবর্ণ হয়৷ অশ্রুনদীর ঘাটে আজও প্রতি মুহূর্তে জ্বলছে দেহের আধার৷ তবু প্রতিদিন শিশিরের গায়ে লেগে লেগে থাকে কত নতুন জন্ম৷ নতুন জন্মের ঘ্রাণ৷ শিশির স্নাতা পৃথিবী, তাই চির যৌবনা হয়ে জীবনকে ক্রোরে নিয়ে পেরতে থাকে শতাব্দীর পর শতাব্দী৷

সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন


রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।