সম্পাদকীয়

পৃথিবীর শেষ প্রান্তেও জীবন আস্বাদ্য ৷ জীবনের দিকে ঝুঁকে পরা অসহ আগুন প্রশান্ত মোহমায়ার নিম-জরী বৃষ্টির ফোঁটায় কখন অজান্তে অভ্যাস হয়ে যায় ৷ ঘরের আগল খুলে বানজারা বাতাসের দমক, মৌ ঢেলে দেয় তৃষার গালিচায় ৷ ভালোবাসায় বাঁচতে শিখতে হয়না ৷ আকাশ সঙ্গী হলে রাজনর্তকীরা মেঘের আড়াল-আবডাল থেকে পুষ্প বৃষ্টি করে ৷ ভালোবাসারা তখন বাঁচার মৌতাত ৷
কচ্ছপের পিঠের মত বনভূমির আত্মমগ্ন উল্লাস , আশাবরীর সুরে বেজে চলে অনন্ত প্রকাশে ৷ মুক্তির প্রতিবিম্ব একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে ছড়িয়ে যায় আসমুদ্রহিমাচল ৷ আহ্লাদী চাঁদ আবক্ষ ভরে পান করে বাষ্পীয় বৈবভ ৷ বর্তুলাকার পৃথিবীর, জন জলাধিপে উল্লোল ওঠে উল্লাসী স্পন্দনের ৷
পানকৌড়ির ভেজা ডানায় বিমর্ষ অসুখেরা জলজ উদ্ভিদের মত আটকে থাকে অবাঞ্ছিত আশ্রয়ে ৷ প্রত্যয়ী আকাঙ্ক্ষারা মগ্ন সাধনায় বিলোল আবেগ বেড়ে দেয় জীবনের ঘ্রাণে ৷ গোধূলির মাঠ পেরিয়ে ফাল্গুনী অনুষঙ্গ জীবনকে বাঁধে ৷ গাঢ় চিবুক বেয়ে সন্ধ্যা রাগ শালুকের বুকে পরাগ হয়ে ঝরে ৷
যতই কষ্ট অসহনীয় হোক, আনন্দ মহাকাশের মত বিশাল৷ যতই মৃত্যু ভয়ঙ্কর হোক জীবন মূর্ত বেগবতী নদীর মত সব অন্ধকারকে ভাসিয়ে নিয়ে যায় ৷
জীবনের অপেক্ষায়, আনন্দের অপেক্ষায় আখিপল্লব উন্মীলিত করে রাখব ৷ হৃদয়ে বাজবে ঢাকের বোল ৷
✍️ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
( কাঞ্চনকন্যা )
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।