প্রবন্ধে রতন বসাক

তরুণরাই আগামীর ভবিষ্যত ও অগ্রগতির চাকা সচল রাখে

মানব জীবনের একটা মহা গুরুত্বপূর্ণ অবস্থা হলো তারুণ্য । এই সময় একজন মানুষ, সব থেকে বেশি শক্তিশালী থাকে । মানসিক ও শারীরিক দিক দিয়ে । কঠিন কিংবা অসম্ভব কোনো কাজ করতে এরা ভয় পায় না । বেশি চিন্তা ভাবনা না করে, এগিয়ে যায় সেই কর্মে । আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে । এবং তা বাস্তবায়িত করার জন্য লেগে পড়ে ।
একটা ফুলের পরিচয় যেমন তার গন্ধে । ঠিক তেমন পরিচয় আমরা পেয়ে থাকি একজন মানুষের তার তারুণ্যে । সে উদ্যোগি ও উচ্চাশা নিয়ে এগিয়ে চলে । তাকে থামানোর কারো সাধ্য নেই । সে মনে-মনে যেটা ঠিক করে, সেটা করেই ছাড়ে । কোনো সময়েই অসফলতার কথা ভেবে পিছপা হয় না । যে করেই হোক আমি এটা করব, এমন মনোভাব নিয়ে চলে ।
একদিকে পুঁথিগত শিক্ষা আর অন্যদিকে জীবনে ভবিষ্যতে নতুন কিছু করার প্রচেষ্টা করতে থাকে । সবাই যে সফলতা পায়, তা কিন্তু নয় । তার মানে এই নয় যে সে থেমে যাবে ভয় পেয়ে । সে জানে চেষ্টা করলে পুরোটা না হলেও, কিছুটা অন্তত সার্থক হবেই । আর যে অলস হয়ে ঘরে বসে থাকে, সে জীবনে কিছুই করতে পারে না । একজন তরুণের রক্ত অনেক গরম থাকে । তার যোশেই সে এগিয়ে যায় কঠিন যে কোন কর্মে ।
সমগ্র বিশ্বে তরুণের সংখ্যাই বেশি । তাদের জন্যই বাড়ি, সমাজ, দেশ তথা বিশ্বের অগ্রগতির চাকা চলতে থাকে । এই তরুণ সমাজ নতুন কিছু করার জন্য ; যে কোনো পন্থা অবলম্বন করতে পারে । কোনো কাজে অসফল হলে সাময়িক ভাবে হতাশাগ্রস্ত হলেও, তাঁরা আবার নতুন উদ্যমে সেই কাজটি সম্পন্ন করতে এগিয়ে যায় । এটাই হলো একজন তরুণের বৈশিষ্ট্য । তরুণরা সমাজকে উজ্জীবিত করে রাখে ।
শিশু কিংবা বয়স্করা কঠিন কোনো কর্ম করতে পারেনা । যেকোনো কঠোর পরিশ্রমের জন্যই এই, তরুণদের প্রয়োজন হয় সমাজের । তরুণরা শারীরিক ও মানসিক দিক থেকে যতটা উদ্যমী হবে, ঠিক ততটাই সবার পক্ষে ভালো । তাই প্রত্যেকটা দেশের সরকার এইসব তরুণদের জন্য শিক্ষা ও কিছু শিখে কাজ করার ব্যবস্থা করা দরকার । তরুণরাই হলো আগামীর ভবিষ্যৎ । এটাও দেখতে হবে যে এইসব তরুণরা যেন কোনো অসৎ পথে না চলে যায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।