মহাকাব্যের লড়াই জিতে যায় নায়ক… কবির কলমের গুণে লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরেন রঘুবীর!!!
সরযূ তীরে একটা দুটো করে প্রদীপ জ্বলে ওঠে, মাথার ওপর চাঁদ পথ দেখায়…
আজন্ম বনবাসী, হেলায় ছেড়ে যাওয়া রাজসিংহাসনে এসে বসেন সিয়াবর রামচন্দ্র।
তোমার লড়াই সেদিনই থেমে যেতে পারতো… যেমন আরোও আরোও মহাকাব্যের নায়করা যুদ্ধে জিতেই অমর হয়ে গেছেন পৃথিবী জুড়ে!!!
স্বয়ং আদিকবিও জানতেন না তখন রামায়ণ লেখা হবে নতুন করে…
তুমি আরোও একবার ফিরবে সরযূতটে। আরোও একবার আলো জ্বলবে… আরোও একবার হবে অকাল দিওয়ালি!!!
আরোও একবার ভারত দেখবে তার নায়ক জিতল, এই একবিংশ শতকের অগষ্ট মাসে…
এক নায়ক সেই ত্রেতাযুগ থেকে এই টেকনোলজির রাজনীতির যুগেও সমান প্রাসঙ্গিক, এভাবেই ভারত জিতে যায়, আর পোয়েটিক জাস্টিস হয়!!!