T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী

দীনতা

কবিতায় কত নদী ছুঁয়েছি
কত জলে ডুবেছি,ভেসেছি
তার উত্তাল তরঙ্গের পাশে;
চলেছি একসাথে মোহনায়,
অন্তর থেকে সত্যি কোথায়-
একাত্ব হয়েছি নিঃশর্ত ভালবেসে!

কত আকাশে উড়ে চলেছি
কবিতার ডানায় ভর ক’রে,
পাখি এঁকেছি কত অবলীলায়-
সাদা খাতায় বর্ণের ছোয়ায়;
তবু এক পেলব মুহূর্তে-
ছুঁতে পেরেছি কারো মনের আকাশ!

কত গাছের আশ্রয় নিয়েছি
পাতায় স্বরলিপি সাজিয়েছি,
কবিতার ছায়া খুঁজেছি বারবার
ফুল ফল পেয়েছি দু’হাত ভরে,
তবু কোন গাছের শিকড়কে
মজবুত করেছি মনের জল ও মাটি দিয়ে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।