T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী

আনন্দ অপেক্ষা
তুমি এক আলোকবর্তিকা নিয়ে আসবে
এই আশায় বুক বেঁধে বসে আছি
কালো অন্ধকারে, এই ঘোর দুর্দিনেও।
যে পথ দিয়ে সবাই চলে গেল
সেই পথের বাঁকে আজো অপেক্ষায়,
শীর্ণকায় গাছটির নিচে ঠায় বসে।
যে নদীতে বান আসে প্রতিমুহূর্তে
সেখানে একমনে দাঁড় টানছি নৌকার,
তুমি এসে হাতে হাত লাগাবে ব’লে।
নান্দনিক এক হলুদ ভোরে-
তুমি আসবে যাবতীয় আলো নিয়ে
লহমায় মুছে যাবে ছোপ ছোপ দাগ।
বেজে উঠবে খুশির কলতান-
জানি তুমি আসবে, আসবেই একদিন।