T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় তন্দ্রা ভট্টাচার্য

এ কেমন কথা !

জীবন যতদিন পূজিত হয়,ততটুকুই জীবন।
দেখি মুখ আরশিতে , যেমন মাছ ফাঁকি দেয় বরশিকে। আমি কে ? কি বা তার দৃশ্য পট?
এই আছে এই নাই। বসন্তবউরি যেমন বণিক পাখি স্ফটিক জীবনে। কাওনের চালে পরমান্নের সুগন্ধ,
স্বাদে বিস্বাদে জীবন যেমন।সেই আছিলায় সাতরঙে মিশেযাই।দূর নৈঃশব্দ‍্যের সঙ্গতে ভুলে যাওয়া ঋণ। নারীর যৌবন নিয়ে ছেলেখেলা।শ্রদ্ধার কারাবাসে থাকো তুমি, বেড়া টপকে প্রেমের ফাঁদে এসো। অবশেষে দৃষ্টির মাসোহারা
আর যে পারিনা। সরে যাও অদৃশ্য হাওয়ায় । দৃষ্টি তে আর দাবি নয়। মিলে যাব শেষে।
ফাগুনের ডাক বাক্সে খুজে নিও চিঠি
ততক্ষণ না হয় বাস করি অন‍্য কোনো ঘরে।

Spread the love

You may also like...

error: Content is protected !!