‘সাহিত্যক্যাফে’ একটা উপলব্ধি কিংবা সময়ের ক্যালাইডোস্কোপ। আপনাদের দিল উজাড় করা ভালোবাসায় প্রথম সংখ্যাতেই অসম্ভব সাড়া ফেলেছে সোসাল মিডিয়ায়। আমরা আপ্লুত। আমরা আনন্দিত। আপনারাই তো আমাদের অক্সিজেন। যেভাবে এক একটা দেয়াল প্রজাপতি চিরকুট, খোদাই থাকে নস্টালজিয়া। যেভাবে মুগ্ধতার সিলভার লাইন ছুঁয়ে বাঙালিয়ানা ছড়িয়ে পরে আঙুল থেকে আঙুলে। এও এক বৃষ্টিকাপ, সাদা-কালো অক্ষর সংলাপ। শুধু ক্যাফেটেরিয়া বিকেলে ক্যাপুচিনো নয়, ‘সাহিত্যক্যাফে’ ট্যালেন্ট আর আবেগের মেলবন্ধন। ঘরে বসে কেবল আমেজ নিতে হয়। সিরিয়াস সাহিত্যের সঙ্গে চটপটে রেসিপি বা চমকপ্রদ ফটোগ্রাফি অথবা রঙিন আর্ট-গ্যালারি। এক কথায় ‘সাহিত্যক্যাফে’ বাঙালিয়ানার নতুন ডিজিটাল ডেফিনেশন…
সম্পাদক,
প্রত্যূষা সরকার