T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় প্রদীপ সরকার

বাংলা একাদশ
তুমি কোন মেরুতে আছো
তাতে কি আসে যায়!
তুমি পরবাসে বিনিদ্র প্রহরে
কখন রবীন্দ্রনাথ শুনেছিলে, কখন নজরুল
তাতে সময়ের অঙ্গ রাগ বদলে কি গেছিলো?
কিন্তু সময়ের শৃঙ্গারে রক্ত লেগেছিলো
বাতাসের বুক ভরেছিলো স্বাভিমানে
আকাশের ঈশান কোনে চমকেছিলো বিদ্যুৎ
বাংলাভাষার, মাতৃভাষার বুক জুড়ে রক্ত ক্ষরণে
সেদিন কাছার উপত্যকায় বাংলার বর্ণমালায়
মোড়া ছিলো ভাষাশহীদ; চারপাশে অন্ধকার নিকষ
ওরা রক্তের হোলি খেলেছিল মাগো তোমার সম্মানে
প্রিয় মাতৃভাষার সম্মানে
ওরা অপরাজিত বাংলা একাদশ।