গল্পেরা জোনাকি তে সুব্রত ভট্টাচার্য্য (অণুগল্প)

অশনিসংকেত

একটা কৌতূহলপুর্ণ মনোরঞ্জনমূলক আশার আঁচল ধ’রে অনিতার জীবন বেশ সন্তোষজনক মানসিক চিন্তাধারার ভেলায় অতিবাহিত হচ্ছিল। অতিবাহিত হচ্ছিল সময়ও আর সেই সময়ের সাথে সাথে অনিতা ফেলে এলো তার সমস্ত ভালোলাগা বাল্যকাল, যৌবনকাল ও ছাত্রী জীবনের সুখময় দিনগুলো।
ঈশ্বরের পরিচালনায় ধীরে ধীরে মানানসইয়ের হাত ধ’রে তার পারিপার্শ্বিক কেন্দ্রীভূত জীবনের গতি ক্রমবর্ধমানভাবে প্রফুল্লতার দিকেই এগিয়ে যাচ্ছিল।
পিছনে ফেলে আসা সুখময় দিনগুলোর স্মৃতিকথা বর্তমানের এই প্রফুল্লতায় কিছু নতুন শাখাপ্রশাখার জন্ম দিতে শুরু করলো।
কিন্তু, সহসা একটা দমকা হাওয়া ঘনঘোর মেঘে ঢাকা ভয়াবহ অসময়ের কৃত্রিম অন্ধকারকে সাথে নিয়ে অনিতার জীবনে প্রবেশ করলো এবং তার হৃদয়কে ক্ষতবিক্ষত ভাবে আঘাত ক’রে জীবনকে ক’রে দিল নদীর মতো গতি হারা ও দিশাহারা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।