ক্যাফের অনন্য সম্মানে প্রদীপ সেন (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
মাসিক প্রতিযোগিতা পর্ব – ১
বিষয় – উন্মুক্ত
অন্নপূর্ণা
রাস্তার মোড়ে এই ছোট্ট অন্নপূর্ণা চা-স্টলটিই ভজনের সংসারের চার চারটি মুখে ভাত তুলে দেয়। দিন আনি দিন খাই ভজনের সংসারে অন্নপূর্ণা চা-স্টলই অন্নদাতা।
অধুনা পরিস্থিতি পাল্টেছে। ছ’টার আগেই দোকানের ঝাপ পড়ে যায়। রোজগার অর্ধেকের নিচে নেমে এসেছে। স্ত্রী অন্নপূর্ণা সাহস দেয়। কিচ্ছু চিন্তা কইরো না। খারাপ দিন চিরকাল থাকব না। যহন যা মিলব চালাইয়া নিমু। মরা নদীডার মতন বর্ষার অপেখ্যায় আছি। আবার বান আইব, নদী ভইরা উঠব।
ভজন অন্নপূর্ণার দিকে চেয়ে থাকে।