কবিতায় বলরুমে পিনাকী রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কোলকাতা ফেয়ারওয়েল
দ্বিধা ভাঙছে,পাড়ের মতো
হেডলাইট বাধ সাধছে
বৃষ্টি বলছে চলো নামি
কালো কফি রেডরোডে
বেড়া টপকে ডানে দৌড়মাঠ
ভাবো স্বপ্নের রাজপুত্তুর
সাদা ঘোড়া টগবগ
বাঁয়ে ময়দান, মন বিকলের শত্তুর
আঙুলে আঙুল অন্ধকারেও
অতল আলো জ্বলবে
চলো, ঝলকানি সব
নিভে যাবে ফুঃ, দুরন্ত অবকাশে
সব নিঃশেষে সোজা রানীবাড়ি
ঘুরতো একটা পরী
ঘোড়পুলিশের চোখ এড়িয়ে
এসো চোখ বেঁধে চোখে খেলি।
আমি ন্যালাক্ষেপা যাব
কোলকাতা ফেয়ারওয়েল
পাশে দাঁড়াবার কেও নেই
ছুটছে বিরহী মেল
বৃষ্টি যতোই বাউলগানের
ক্যাফে কফি হ্যাপি ডে
গুডবাই তুমি, পেয়ে গেছি
প্রত্যাখ্যানের অ্যাসটাউন্ডিং বে।