কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

সহবত

তোমার নিঃশ্বাসের সাথে
প্রজাপতি উড়ে চলে যায়
বহুদূর।
আমার আকাশের মেঘে
তারা হয়ে জ্বলতেই থাকে
দিনরাত।
স্বপ্নেরা উঁকি মেরে যায়
পাখির বেশে হৃদয়ের –
কাছাকাছি।
প্রজাপতি- মেঘ- তারা
হাত ধরে চলে আকাশে
অনবরত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।