ক্যাফে কাব্যে পিয়াস প্রতিম বন্দ্যোপাধ্যায়

প্রথম প্রেম
জলের মতো শব্দ তুলি ফনায়
আমায় আজো ফার্ণেরা গান শোনায়
পিছিল পাহাড় ফসিলস ফাঁকে ফাঁকে
আমার বুকে মেঘেরা মুখ রাখে।
ক্লোস আপ আকাশ আরো নীলচে হোক
নরম আলোয় হিমালয়ের শ্লোক
আমার মাথায় অঞ্জন ঘোরে রোজ
দো দোসশিরিং পাহাড় পাবে খোঁজ
কুয়াশা ঘেরা রাস্তায় সেই বেঞ্চ
ভিজিয়ে দেবে রেডিও ইস্টিশন
ট্রয় ট্রেনে করে ভালোবাসা ফিরি করি
পাহাড়ের বুকে ‘যব তক হ্যায় জান’।
চার্চের গেটে মানুষ দেখেছি কতো
ধর্ম যেখানে এক দেহে হলো লীন
আদতে মানুষ ভালোবাসাটাই চায়
আমার প্রথম প্রেম দার্জিলিং।