কবিতায় প্রণব নস্কর
সেই কবিতাটা লেখা হলো না
একটা সার্থক কবিতা লিখবো বলে
এই যে দীর্ঘ বছরের সাধনা—
হঠাৎ করেই যদি থেমে যায় সমস্তকিছু!
তবে কি এই স্তূপীকৃত কাগজ-কলম,
শুধুমাত্র আমার ব্যর্থতার সাক্ষী হয়েই
বেঁচে থাকবে আদি অনন্তকাল?
না না…হতোদ্যম হয়ে পড়িনি এখনও,
হাতে কলম তুলে নিলে
এখনও উর্বর হয়ে ওঠে চারিপাশ।
তবুও কেমন যেন, অচেনা একটা ভয়
ঘিরে থাকে সর্বক্ষণ—
মনে হয় এই প্রচণ্ড দ্রুতগামী সময়,
আমাকে পিছনে ফেলে রেখে
এগিয়ে যাচ্ছে ক্রমশ…
তাও যদি হঠাৎ করেই,
আজকের রাতটাই জীবনের শেষ রাত
হয়ে দেখা দেয়…
তবুও কোনোকিছু না পাওয়ার দুঃখে
চোখের জল ফেলবো না একফোঁটাও।
যাবার বেলায়, শুধু একটাই আফসোস
থেকে যাবে মনের কোনে—
সেই কাঙ্ক্ষিত কবিতাটা না লিখেই
এভাবে বিদায় জানাতে হলো পৃথিবীকে!