গদ্য কবিতায় দেবযানী ভট্টাচার্য
দেশ ভাগের গল্প
ভাঙা ভাঙা দৃশ্য মন্তাজের ভিতর থেকে উঠে আসছে একটি দৃশ্য, হরেন কাকা পিছনে ফেলে যাচ্ছেন পিতৃপুরুষদের ভিটে, তুলসী তলা, কাঁঠাল গাছের আশ্রয়, রেললাইন, সবুজ ধান মাঠ, একটি অনিশ্চিত জীবনের দিকে হেঁটে যাচ্ছেন তিনি…
একাকিত্ব ও শূন্যতার ঘূর্ণনের মাঝে বসে হরেন কাকা লিখে চলেছেন, “মোদের কোনো দ্যাশ নাই…”