কবিতায় প্রভাত মণ্ডল

যেখানে ফুরিয়ে যায় পথ

ক্রমশ হারিয়ে যায় মুখ
স্মৃতিগুলো মনে পড়ে রোজ,
জীবন গোধূলি বেলা হারানো পথের বাঁক খোঁজে;
স্নেহ-সুধা ভরা চেনা গাছ,
অকালে বিবর্ণ হয়,ঝরে পড়ে সব ফুল-পাতা
আমরা ক্রমশ হাঁটি যেখানে ফুরিয়ে যায় পথ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।