কবিতায় প্রভাত মণ্ডল (বাংলা লতিফা – ২)
by
TechTouch Talk
·
Published
· Updated
অবসাদ
চোরা শিকারির দল জেগেছে,
বুভুক্ষুর প্রতি পাতে নজর;
পৃথিবীকে গ্ৰাস করেও উদর খালি পড়ে থাকে।
ওরা শাসক অন্ত-হীন পৃথিবীর,
দুদিন ঘর বাঁধে ক্ষমতার নদীকূলে বালুকা প্রাসাদ
জোয়ারের ঢেউ প্রাসাদ ভেঙে দিলে আসে অবসাদ।
মনুষ্যত্বের ব্যবধান
নীলনদ থেকে সাহারার বুকে
হেঁটেছি দীর্ঘপথ পথিকের বেশে
দেখেছি ধর্মে জাতে মানুষের অভি-ক্ষেপ প্রতিদিন ঘটে।
বর্ষায় পারিজাত পরাজিত হয়
রাত্রির বিছানায় শ্রাবণের বারিধারা সুখ আনে অবিরাম
পরাজিত পৃথিবীর বুকে আঁকা দেখি মনুষ্যত্বের ব্যবধান।