গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

১| কি পেলে

সন্ধ্যা ,
রজনীগন্ধার গন্ধ ঝরে
তোমার চুলের সুভাসে ,
মনে পড়ে সেই কথা
প্রথম দিনের স্মৃতি ,
তুমি তাতে টেনে দিয়েছো ইতি ।
কথা দিয়েছিলে , হাতে হাত রেখে
যাবেনা কখনো ছেড়ে ,
যতই থাকো না কেনো
হাজার লোকের ভীড়ে ,
তবু তো হারিয়ে গেলে !
আপন ডানা মেলে
ফিরলে না আর ঘরে ।
যে ঘরে ছড়িয়েছিলে সুভাস
তুমি না এলে রইতাম উপবাস ।
সবই ভুলে গেলে ,
কি পেলে !
ভেঙে গেছে মন নয়
এক বিশ্বাসের পাহাড় ।
দুবেলা কি জোটাতে পারতাম না
তোমার আহার !
হয়তো তোমার চাহিদা ছিলো অনেক বেশি
তুমি দিনের বেলা
ধরতে চেয়েছিলে শশি ,
কি পেলে !
আমি তো পারিনি তোমায় দিতে
চেয়েছো তুমি যত কিছু ,
তবে যা কিছু দিয়েছি
সেটুকুও পারোনি নিতে ,
সকল অপমান
নিয়েছি মাথা পেতে ।
যদি কখনো পাও
জীবনসুখ পরিমাপের ফিতে
মেপে দেখো , কি পেলে !
যা পেলে ! সে তো নোনা পানি ।

২| প্রাণ গোবিন্দ

হে মোর প্রাণ গোবিন্দ রাধা
তোরে যায় না কভু বাঁধা ,
তোরে ডাকি যতই নামটি ধরে
তুই থাকিস ততই দূরে দূরে
একি মায়ার খেলা জগৎ জুড়ে
তুই দেখাস নব নব ,
তুই যতই রাখিস দূরে মোরে
তবু তোর নামটি লয়ে যাবো ।
রাধা-কৃষ্ণ নামটি লব
আঁখির জলে বুক ভাসাবো
প্রাণ সখা তোর সাথেই রব
তুই যতই রাখিস দূরে ,
তোরে দেখবো দুচোখ ভরে ।
হে মোর প্রাণের সখা
একা একা
আমি থাকি কেমনে ,
শুধু নয়ণ মুদলে দেখি তোরে
মোর মনের গহনে ।
মোর প্রাণ গোবিন্দ কোথা গেলি
আয় না রে তোর সাথে খেলি ,
মোর এ গহন মনের কুঞ্জবনে
কইবো কথা তোরই সনে
চুপ করে তুই যতই থাকিস
মোর ফুটবে মুখে বুলি ।
রাধা-কৃষ্ণ নামটি লয়ে
চল পথে পথে চলি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।