হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

প্রতিবেশী

দর্জিপাড়ায় গিয়ে দেখি
কাপাস তুলো নিয়ে
টুনটুনি পাড় ফোঁড় দিয়ে যায়,
বাবুই সাবাই দিয়ে।

মেথরপাড়ার মেথরানী-
মেথর মশাই মিলে
কা-কা রাগে সাবাড় করে
নোংরা গিলে-গিলে।

ছুতোর পাড়ায় ঠকঠকাঠক
কিসের আওয়াজ শুনি?
কাঠঠোকরায় কাঠ ঠুকে যায়
নামতা গুনি’-গুনি’।

জেলেপাড়ার মাছরাঙা বৌ
মাছরাঙাবর মিলে
মাছের শ্রাদ্ধ করে চলে
ডোবায় খালে বিলে।

গায়েন পাড়ায় গিয়ে দেখি-
না না টানা শুনি,
পাপিয়া-দোয়েল-কোয়েলমণির
দুরন্ত রাগিনি!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।