|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় প্রজ্ঞাপারমিতা ভট্টাচার্য

আজও অসমাপ্ত

বড় বিস্ময় লাগে টিলা ঝোপ ঝুপড়ির,

কিছু মায়াতরু ধূ – ধূ পথ নির্জল,

জন্ম ব্যাথার পথ ছোঁবে কোন শত গ্রামকে।

সূর্য তারার গ্রহে শত কোটি মুখ ঢাকে রাষ্ট্র

ঝুপঝুপ ছায়া চুপ

শুধু #বিপ# করে আলো জ্বলে বাক্সে ।

গলে পরে তিরঙ্গা ঠান্ডাই

শতকের অর্ধেক আরও যোগ পঁচিশে

কেন আজও ঢেকে রাখা এ দেশের আদি মুখ রাতদিন

বিপন্ন স্বাধীনতা গেরুয়া ধুলোয়, পিঁপড়ের ডিমে আর শ্যাওলার সবুজে

মাথা কোটে বারবার ,ক্রোধ হয়ে অবিনাশী সত্যে।

যে মাটিতে আদিজন সাফ করে চোরেদের জঞ্জাল,

দুধশিশু লুঠেরার খাদ্য ,

শাসক আপোষ করে বেলাগাম ,

দলিতের শ্রমে তার মহাভোজ উল্লাস।

সেই মাটি-মোড় থেকে,

পিছু ফেরে পথ-খোঁজ,

মহাপাঠ বাকী আজও সবটা ।

ওগো প্রজন্ম পূর্ব, কানে দাও ভেদহীন সমাজের মন্ত্র,

মুছে যাক হরিজন ,কাঁহাড়,

যত পদ দলিতের শ্রেণী চিহ্ন ,

ব্রাহ্মণ চাতুরির হোক স্মৃতিভ্রংশ ।

সেইদিন স্বাধীনতা,

সেইদিন অমৃত অঞ্জলি আমাদের ।

মা আমার ,বাবা ঐ,

যারা রেখে গেছে মহাপথ-ইতিহাস ,

জীবন দিয়েছে অনায়াস,

আলোকিত আগামীর শর্তে ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।