সাতে পাঁচে আজ পিন্টু ঘুঘু

বাকি

একটা অন্তিম ভালোবাসা
বাকি থেকে গেছে ।

হৃদয়ের মধ্যে যে হৃদয় আছে
মনের মধ্যে যে মন আছে
তার কাছে ।

যখনি দেখা হয়
বড্ডো কু- কথা বলে
খালি তাগাদার উপর তাগাদা ।

আমি দেনার দায়ে
পালিয়ে পালিয়ে বেড়াই ।

সুদে আসলে কতো হলো
কে জানে ।

Spread the love

You may also like...

error: Content is protected !!