ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

সে – কথাটি

কথার ভিড়ে যে কথাটি
বলা হয় নি
কিংবা, চোখের ব্যস্ততায়
বার-বার হয়ে চলে বিস্মৃত-
শিশিরসিক্ত মল্লিকা ফুল
হরণ করে,
ব্যস্ত চরণ ভিড়ের প্রচ্ছন্ন অলিন্দে
তার পক্ষ করে সংগোপন:
অকস্মাৎ জেগে উঠে
বিস্ময়াভূত ধরিত্রী- দেখি
শ্যামলিমার ফরাস পেতে
যাত্রা করে সুগম্য:
প্রত্যহ পাড়ি দেই
প্রতি হস্ত ভূমি মেপে অগাধ বিস্ময়ে!
যে কথাটি-
প্রতিদিন নিদ্রার তারল্যে
রসনার আহামরি লপ্ত আহারে
হয়ে চলে বার-বার অনন্ত উদাস-
সকাতরে, সদ্ভাবে
আজ বলে যাই-
আপার আনন্দে থাকুক
উজ্জ্বল সবাই!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।