ক্যাফে কাব্য -তে প্রদীপ্ত দে

ডুব

যেভাবে বন্যাগ্রস্ত পথঘাটবাড়িঘরমাঠ সব নিমজ্জিত হয় জলে । তুমি যেন সেই বর্ষার দামাল স্রোতস্বিনী । বাঁধ মানে না । মানে না প্রাচীরের নিষেধ । ঝাঁপিয়ে আসে । বিপদসীমার ওপর দিয়ে ছুঁয়ে যায় সমস্ত চরাচর ।
সমস্ত নিয়ম ভেঙে দুমড়িয়ে-মুচড়িয়ে পড়ে থাকে ।
হাঁটুজল থেকে আরো আরো ক্রমে নিমজ্জিত জলে ।
ডুবছে গলা । ডুবলো বুক ।
সমস্ত পৃথিবী আমার ডুব দিলো তোমার অতলে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।